রবিবার, ৪ আগস্ট, ২০১৩

বান্দরবান ভ্রমণ সাথে নীলগিরি (Bandarban With Nilgiri)




প্রাকৃতিক সৌর্ন্দয্যের অবারিত সবুজের সমারোহ এবং মেঘে ছুঁয়ে দেখার ইচ্ছে যার আছে সে বাংলাদেশের পাহাড়ী কন্যা বান্দরবান ঘুরে আসতে পারেন। চলুন জেনে নেই বিস্তারিত। 



দেখার মত জায়গাঃ [Attractive Locations]

১। নীলগিরি (Nilgiri)

২। স্বর্ণমন্দির (Golden Temple)

৩। মেঘলা (Meghla)

৪। শৈল প্রপাত (Shoilo Falls)

৫। নীলাচল (Nilachol)

৬। মিলনছড়ি (Milonchori)

৭। চিম্বুক (Chimbuk Hill)

৮। সাঙ্গু নদী (Sangu River)

৯। তাজিলডং (Tajindong Hill)

১০। কেওক্রাডং (Keokaradang Hill)

১১। জাদিপাই ঝরণা (Jadipai Falls)

১২। বগালেক (Boga Lake)

১৩। মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স (Mirinja Tourist Complex)

১৪। প্রান্তিক লেক (Prantik Lake)

১৫। ঋজুক জলপ্রপাত (Rujuk Falls)

১৬। নাফাখুম জলপ্রপাত (Nafakhum Falls)

এছাড়া বান্দরবানে কয়েকটি ঝিরি রয়েছে। যেমনঃ চিংড়ি ঝিরি, পাতাং ঝিরি, রুমানাপাড়া ঝিরি 



যাতায়াতঃ

ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সোজা বান্দরবান; অথবা ডাইরেক্ট বান্দরবান যাওয়া যায়





ঢাকা থেকে বান্দরবান সরাসরিঃ

ঢাকা থেকে বান্দরবান পযর্ন্ত ডাইরেক্ট নন এসি ভাড়া জনপ্রতিঃ ৫৫০ টাকা, এসিঃ ৭৫০ টাকা। (জুলাই, ২০১২)

 ঢাকা থেকে চট্টগ্রামঃ

ট্রেনে: এসি সিট ৭৩০ টাকা, এসি বার্থ ১০৯০ টাকা

নন এসি- সুলভঃ ১৬০/=, শোভন ২৬৫/=, শো. চেয়ার ৩২০/=, ১ম সিট ৪২৫/=, ১ম বার্থ ৬৩৫/=, স্নিগ্ধা ৬১০/= (Dec, 2012)

বাস: এসি- ৭০০-১২০০ টাকা। নন এসি- ৩০০-৪৫০ টাকা



চট্টগ্রাম থেকে বান্দরবানঃ

বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী এবং পূর্বাণী নামক দুটি ডাইরেক্ট নন এসি বাস আছে

৩০ মিঃ পর পর বান্দরবানের উদ্দ্যেশে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতিঃ ৭০-৮০ টাকা। (Jan, 2012)






কোথায় থাকবেন:

 পর্যটন কর্পোরেশনের বেশ ভাল থাকার ব্যবস্থা আছে বান্দরবানে। আগে বুকিং দিয়ে যাওয়া ভাল। এছাড়া উচু নিচু পথে প্রায়ই চোখে পড়বে নানান রিসোর্ট ও হোটেল।


পর্যটন মোটেল
যোগাযোগ: +৮৮০৩৬১-৬২৭৪১২ 

ট্যারিফ

Unit
Room
Bed
Regular Rate
(Per Room)
Royal AC Suite (Double Bed)
02
02
Tk. 5400.00 
AC Deluxe Room (Twin Bed) -
Mini Fridge, Tele, TV, Hot&Cold water
02
02
Tk. 3,000.00
AC Twin Bed Room -
TV, Tele, Hot & Cold water
06
12
Tk. 2,400.00
Non AC Three Bed
03
09
Tk. 2,500.00
Non AC Twin Bed
16
32
Tk. 1,250.00
Economy Room
1
10
Tk. 400.00
Conference Hall (100 Pers.)

Tk. 12,500.00

হোটেল ফোর স্টার : (বান্দরবান সদর)  

সিঙ্গেল ৩০০ টাকা, ডাবল৬০০, ট্রিপল ৯০০ টাকা, এসি ডাবল- ১২০০ টাকা।, এসি ট্রিপল ১৫০০ টাকা

যোগাযোগ: ০৩৬১-৬৩৫৬৬,০৩৬১-৬২৪৬৬,০১৮১৩২৭৮৭৩১,০১৫৫৩৪২১০৮৯



হোটেল থ্রী স্টার : এটি বান্দরবান বাস স্টপের পাশে অবস্থিত। নীলগিরির গাড়ী এই হোটেলের সামনে থেকে ছাড়া হয়। এটি /১০ জন থাকতে পারে বেডের এমন একটি ফ্ল্যাট। প্রতি নন এসি ফ্ল্যাট-২৫০০ টাকা, এসি-৩০০০ টাকা। বুকিং ফোন: থ্রী স্টার এবং ফোর ষ্টার হোটেল মালিক একজন, মানিক চৌধুরী-০১৫৫৩৪২১০৮৯

Booking: ০১৫৫৩৪২১০৮৯ 

হোটেল প্লাজা বান্দরবান: (সদর)

সিঙ্গেল ৪০০ টাকা, ডাবল ৮৫০

হোটেল গ্রিন হিলঃ (বান্দরবান সদর)

সিঙ্গেল ২০০ টাকা, ডাবল ৩৫০ টাকা

যোগাযোগ:০১৮২০৪০০৮৭৭  



নীলগিরি [Nilgiri]




নীলগিরি বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্রের উচ্চতা প্রায় হাজার ফুট। এটি বান্দরবান জেলার থানছি উপজেলায় অবস্থিত। বান্দরবান জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই পর্যটন কেনেদ্রর অবস্থান। পর্বতের পাশেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত উপজাতী সম্প্রদায় ম্রো পল্লী। যাদের বিচিত্র সংস্কৃতি দেখার মত। বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্রথেকে মেঘ ছোয়ার দূর্লভ সুযোগ রয়েছে। শুষ্ক মৌসুমে নীলগিরি থেকে সূর্যদয় সূর্যাস্ত দেখা যায়। বান্দরবানের সবচেয়ে সুন্দর আধুনিক পর্যটন কেন্দ্র এটি। এটি সেনা তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর পাশেই রয়েছে একটি সেনা ক্যাম্প। নিরিবিলিতে স্বপরিবারে কয়েক দিন কাটাতে এটি একটি আর্দশ জায়গা 



যাতায়াতঃ

পর্যটকদের নীলগিরি যেতে হলে বান্দরবান জেলা সদরের রুমা জীপষ্টেশন থেকে থানছিগামী জীপ অথবা বাসে করে নীলগিরি পর্যটন কেনেদ্র যাওয়া যায়। বান্দরবনা জীপ ষ্টেশন থেকে জীপ, ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য হালকা গাড়ী ভাড়ায় পাওয়া যায়। নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোষ্টে পর্যটকদের নাম ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। বান্দরবান জেলা সদর থেকে সাধারণত বিকেল টার পর নীলগিরির উদ্দেশে কোন গাড়ী যেতে দেয়া হয় না




ভাড়াঃ সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত আসা-যাওয়া-ছোট জীপঃ (৫সিট) ২৩০০ টাকা এবং বড় জীপ (৮সিট) ২৮০০ টাকা 


নীলগিরি পর্যটন কেন্দ্র বান্দরবান জেলা সদর থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়। ছাড়া নীলগিরি পর্যটন কেন্দ্র রাত্রি যাপনের জন্য বান্দরবান সদর সেনা রিজিয়নে বুকিং দেয়া যায়। তাছাড়া নীলগিরি পর্যটনে গিয়ে সরাসরি বুকিং করা যায়। বান্দরবান জেলা সদর থেকে নীলগিরি পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অধিকাংশ পর্যটক দিনে গিয়ে দিনেই ফিরে আসেন 


সাধারন পর্যটকের জন্য নীলগিরি কর্টেজ বুকিং ব্যবস্থাঃ

পেট্রো এভিয়েশন

৬৯/, লেভেল-,রোড-/, ধানমন্ডি, ঢাকা

ফোন:-মনতোষ মজুমদারঃ ০১৭৩০০৪৩৬০৩ এবং হাসান সাহেদঃ ০১৭৩০০৪৩৬০৩



কটেজ ভাড়া: Cotage Fare

গিরি মারমেট: ৭৫০০ টাকা। (/১০ জন থাকতে পারবে) Giri Mermaid 7500tk (8/10 persons)

মেঘদূত: ৬৫০০ টাকা। (/১০ জন থাকতে পারবে) Meghdut 6500 (8/10 persons)

নীলাঙ্গনা: ৫৫০০ টাকা। (/ জন থাকতে পারবে রুমে) কাপলরা ২৭৫০টাকায় রুম ভাড়া পাবেন। Nilangona 5500tk (4/6 persons). Couples can get a room for 2750tk.

বান্দরবানের দর্শনীয় অন্য স্থানগুলো নিয়ে তথ্য থাকবে পরের পর্বে । সে পর্যন্ত অপেক্ষায় রাখছি সবাইকে।





 তথ্য সহায়তা: ইন্টারনেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন