পর্যটন (travel) সংক্রান্ত তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আপনিও শেয়ার করতে পারেন। হয়তো উপকারে আসতে পারে অন্য কারো।
রবিবার, ১৬ জুন, ২০১৩
আল্লাহর নামে শুরু করছি। আমি ধর্মান্ধ নই। তবে বিশ্বাসী। আপনিও স্মরন করুন নিজ ধর্ম আনুযায়ী।কথা হবে অনেক। আসছি আপনাদের জন্য ভ্রমনের তথ্য ও অভিজ্ঞতা নিয়ে। আপনিও শেয়ার করুন।